Break in

  • Post author:

তুই এভাবেই রঙ মাখিস হাতে,
এভাবেই ঘুম করিস রাতে।
ভোর হলে, দোর খুলে
পা ফেলিস কার্ণিশে,
খোদাই করিস আঁকিবুঁকি কাঠে,
আবার ঢেকে দিস বার্ণিশে।

তোর অন্য মুখোশ,
তোর ব্যবধান দেয়ালে,
তুই ছুটে ফিরিস,
ডুবে যাস আপন খেয়ালে।

তোর চোখে দুশমনি,
তোর আয়নায় একা তুই,
আয় তোর গল্প বলি,
আজ সুখ নিয়ে এক উঠোনে শুই।

This Post Has One Comment

  1. Good post. I learn something totally new and challenging on blogs I stumbleupon every day. It will always be interesting to read through articles from other writers and use a little something from other sites.

Leave a Reply to https://israel-lady.co.il/ Cancel reply