পোকার গল্প

  • Post author:

তুই এভাবেই রঙ মাখিস হাতে,
এভাবেই ঘুম করিস রাতে।
ভোর হলে, দোর খুলে
পা ফেলিস কার্ণিশে,
খোদাই করিস আঁকিবুঁকি কাঠে,
আবার ঢেকে দিস বার্ণিশে।

তোর অন্য মুখোশ,
তোর ব্যবধান দেয়ালে,
তুই ছুটে ফিরিস,
ডুবে যাস আপন খেয়ালে।

তোর চোখে দুশমনি,
তোর আয়নায় একা তুই,
আয় তোর গল্প বলি,
আজ সুখ নিয়ে এক উঠোনে শুই।

Leave a Reply