অপেক্ষা ফুরায় না

  • Post author:

আমি শুধু আমি নই,
চারপাশে জানা না জানা মুখ,
অসংখ্য শব্দ শুনে, না বুঝে পেড়িয়ে গেছে এই গোলকের প্রান্ত ঘেষে আরো এক ঘূর্ণন।
দাঁড়িয়ে আয়নায় বয়সের ফ্রেমে আয়ু কমে যায়।
সফলতার মাত্রা খুজে ব্যর্থ হওয়া বহুবার।
তবু জানি আবার ছুটে যেতে হবে।

দিশেহারা,
কেমন বোকা মনটারে।
সাদা ক্যানভাসে কালচে আচড়ের অপেক্ষা। দিন ফুরায়। অপেক্ষা ফুরায় না।

ঘড়ি পড়া সবাই ভাবে, একদিন তার সময় আসবে। কিন্তু সে শুধু সময় দেখে যায়। সময় ফুরায়। সময় আর আসে না।

প্রতিটি মানুষ সেটাই মনে রাখে, যা তার জন্য জরুরী, সুখকর বা আনন্দের। আর খুব সহজে তার ভুল গুলো ভুলে যাই।
সব ছেড়েও, সুতীব্র বাসনায় বেচে থাকা।
দিন ফুরায়, অপেক্ষা ফুরায় না।

This Post Has 3 Comments

  1. Hiron

    কবিতা আজকাল কেউ পড়তে চায়না। গত দশকে আমি কোন নতুন কবির নাম শুনিনি৷ হয়ত এই দশকে দেখব। আমার কবিতায় আপনি লাইক দিবেন আপনারটায় আমি। একটা গন্ডির মধ্যেপড়ে গেলাম। তবে আপনার প্রচেস্টাকে সাধুবাদ জানাই। পদ্য আমার প্রথম পছন্দ তবে গদ্যে ইদানিং ভালোবাসা জন্মাচ্ছে। বয়সের দোষ। লিখতে থাকুন। বন্ধ দরজা খুলু একদিন খুলবেই….

  2. I simply could not leave your web site prior to suggesting that I really loved the standard information an individual provide in your guests?
    Is gonna be again continuously in order to inspect new posts

  3. nybrowning.org

    That is a good tip especially to those new to the blogosphere.
    Brief but very accurate information… Many thanks for sharing this one.
    A must read article!

Leave a Reply to Christoper Hallstrom Cancel reply