অনুকরণ

  • Post author:

তোর হিসেবের মাশুলে পুড়েছে নগর,

খসে পরেছে নোনতা দেয়াল।

গতকাল, আজ আর আগামী।

হাতের আংগুল বেধে শিখিয়েছিলাম যে পথে হাটা,

তুই রোজ হেটে যাস মুচকি হেসে।

তোর চোখে এক ফোটা পেন্সিলের মতো রেখা নেই,

আছে মুছুনীর কিছু ঘষা মাজা।

আজ তুই আয়নায় মুখোমুখি বিজয়ী।

নিশ্চুপ সিংহ অভিমানী অপেক্ষায়।

জানিস তুই?

স্বপ্নের চোখে তুই সেই ছোট্ট তুই।

বাবার জুতোর ফিতায় পা গলালেই,

ছেলে বড় হয়েছে জানি।

তবু বাবাকে কি ডিংগানো যায়?

তোর সুবাস, তোর হাসি, তোর চতুর সরল অংকের আছে সমাধান।

তিনশত দিন বা তার তিন গুনিতক,

তোর বেহায়া শব্দ চয়ন,

তোরই তোর অনুকরণ,

বালুর আকা চিত্র পট মিলিয়ে দিয়ে গেছে এক আজলা জল।

Leave a Reply