ব্যবসায়ীক টিপস

  • Post author:

(ই-কমার্স ও এফ-কমার্স) পর্বঃ০১

করোনার প্রাদুর্ভাব শুরু হবার পর কর্মজীবী মানুষের পেশাগত জীবনে বিশাল পরিবর্তন এসেছে।
চাকুরীরত অনেকেই চাকুরি হারিয়েছেন, কারো বেতন বন্ধ হয়েছে, কারো বা সেলারী স্ট্রাকচারে কর্তনের খড়গ নেমেছে।
ব্যবসায়ীদের কারো কারো ব্যবসা থমকে গেছে। কেউবা ব্যবসা হস্তান্তর করেছেন, কেউ বন্ধ করতে বাধ্য হয়েছেন, কেউবা প্রাণান্তকর ভাবে টিকে থাকার চেষ্টা করছেন।
প্রায় দুই মাস গৃহবন্ধী মানুষ, চেষ্টা করেছেন, নতুন কিছু করার।

এরই প্রেক্ষাপটে, ফেইসবুক নির্ভর মার্কেটিং স্টার্টাপ হিসেবে নিত্য নতুন পেইজ ও উদ্যোগের সৃষ্টি হয়েছে।

নিশ্চিত ভাবে, দেশীয় পণ্যের এই এফ-কমার্স আমাদের জন্য একটি যুগান্তকারী মাইলফলক।

নতুন উদ্যোক্তাদের মধ্যে এক ধরণের ইতিবাচক ও নেতিবাচক প্রতিযোগীতা শুরু হয়েছে।
ইতিবাচক এই কারণে, একই ঘরণার উদ্যোগ, একাধিক উদ্যোক্তার সৃষ্টিশীলতাকে কেন্দ্র করে ডেভেলপ হচ্ছে।
নেতিবাচক এই কারণে, অনেকেই শুধু অন্যের উদ্যোগ দেখে, কপি পেষ্ট উদ্যোক্তা হয়ে যাচ্ছেন।
এই ফলশ্রুতিতে সবচেয়ে বাধাগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ের নামের আইডেন্টিটি।
ধরুন, আপনার খাবারের উদ্যোগ, নাম দিলেন ‘ভোজন বিলাস’। একই নামে চাইলে, আরেকজন ফেইসবুকে পেইজ খুলতে পারে।
সমাধান কি?
প্রথমে একটা ইউনিক নাম নির্বাচন করুন ও সেই নামে ডোমেইন নিয়ে ফেলুন। অনেকেই এফ-কমার্স  এ ডোমেইনে খরচ করাকে বাড়াবাড়ি মনে করে। কিন্তু একটা উদ্যোগের নিরাপত্তায় ১০০০-১৫০০ টাকা বিনিয়োগ করার সাহস না হলে আর উদ্যোক্তা কেন? এককালীন এক থেকে দেড় হাজার টাকা খরচ হতে পারে, কিন্তু এটা আপনাকে একটা বড় ল্যাপ দেবে।
যাদের পণ্যের সম্ভার ভালো ও গ্রাহকের কাছে গ্রহণ যোগ্যতা দরকার, তারা ওয়েব ডেভেলপ করতে পারেন। মোটামুটি ৫০০০-৫০০০০ টাকায় ই-কমার্স ওয়েব সাইট ডেভেলপ হয়ে যায়। এটা অনেকটা যত গুড়, তত মিষ্টির মতো। আপনার চাহিদা বাড়লে, ডেভেলপমেন্ট খরচ বাড়বে। ফেইসবুক ঘাটলেই দেখবেন অনেকে এখন ওয়েব সাইট ডেভেলপ করে দিচ্ছে। তাদের সাথে যোগাযোগ করেও ধারণা পাবেন। জেনে রাখুন, দারাজের মতো সাইট চাইলে, দারাজের মতো বাজেট ব্যয় করতে হবে। তাই শুরুতে অল্প করে আগে বাড়ুন। ব্যবসা প্রসার হলে, আশা করি এই খাতে বিনিয়োগ বাড়াতে পারবেন।

ঝটপট পেইজের সকল সেটিং আপগ্রেড করুন।
প্রয়োজনে পেশাদার কারো সাহায্য নিন। পেইজে অর্গানিক রিচ বাড়াতে নিয়মিত পোষ্ট করুন। শুধু সেলস পোষ্ট নয়, শিক্ষণীয় লিখাও আপলোড করুন।

অবশ্যই একটা লোগো করুন। লোগো আপনার আইডেন্টিটি। আপনার পণ্যের ছবিতে লোগোর পিএনজি ভার্সন যুক্ত করুন।

পেইজের ম্যাসেজে এক্টিভ থাকুন ও গ্রাহকের ম্যাসেজের পজেটিভ রিপ্লাই করুন।

আশা করি আপনার উদ্যোগের শুরুর ধাপগুলো মসৃণ ও গতিশীল হবে।

This Post Has 2 Comments

  1. Phil Carey

    Hello, I enjoy reading through your post. I wanted to write
    a little comment to support you.

    1. Sajeeb

      Thanks a lot

Leave a Reply