বিষের পেয়ালাও খালী

  • Post author:

কারণ ছাড়া হাসিতে তুই,
আজগুবি এই দেশের গুজবে তুই।
তোকে তো দেখা যায় না,
আসমানের উপারেই শুই।

তোর তো দুই পয়সার দাম নাই,
অবলায় তোর পেশীর জোড় তাই।
আর যেখানে থেমেছিস,
সেখানকার বিষের পেয়ালাও খালী,
অভিসম্পাত আর ঘৃণায় আজ রোদটাও ভীষন খেয়ালী।

তোর নামেতে জপ উঠে রোজ,
লুটপাটে, ওয়াসার পানিতে মল মূত্রে,
গ্যাসের আরেক দফার দামে,
তোর রাজনীতি রোজ।

সুবোধ তুই পালিয়ে যা,
এখানে তুবার মা কে পিষে ফেলে নর পিচাশ।
তুমি চুপ, আমি চুপ।
বিচারে আজ অনেক বেশি অবিশ্বাস।

#সুখ_পোকা

৮ই শ্রাবণ, ১৪২৬

Leave a Reply