পাঁচশ টাকার কামলা জীবন

  • Post author:

পাঁচশ টাকা রোজ,
খেটে চলা শরীর,
বইছে সংসার নামক বোঝ।
সূর্যের সাথে পাল্লা দিয়ে খেটে চলা,
রোদে, জলে, শীতে…
নেই সেখানে ছুটির পালা।
সুখের সন্ধানে নিজেকে টেনে টেনে,
তবু মেলেনা সেই খোজ।

পাঁচশ টাকা রোজ,
চারজনের সংসারে
চাল, ডাল, সবজি, তেল,
বাসা ভাড়া, বড় মেয়ের স্কুলের ফি,
ছোট ছেলের ওষুধ, খরচের ফর্দ অঢেল।

শরীরে জমে বয়সের রেখা,
সময় ঘুরে যায়, ভাগ্যের চাকা ঘুরে না,
দিন এনে, দিন খেয়ে, সঞ্চয় তবু জমে না,
একটু বেশী চাওয়া যা, তার সাধ মেটে না,
ভাংগা আয়নায়, প্রতি রাতে,
নিজের সাথে পুরাতন নিজের দেখা।

মেয়েটার বিয়ে,
ছেলেটা বেকার,
ওষুধের ভাগ এখন বউ আর নিজের,
বেড়েছে বাসা ভাড়া, মুদি সদাইয়ের দাম,
নানা ভাবনায় রাতের ঘুম নিখোজ,
বর্ষা, শীত বা গ্রীষ্মে… সূর্যের সাথে,
কামলা দেওয়া শরীর,
এতদিনেও মাইনে তার বাড়েনি,
একমাত্র সম্বল.. পাঁচশ টাকা রোজ।

Leave a Reply