নতুন ভোর

  • Post author:

লেখক

Mohammed Showkat Hassan Hiron

খোলা মাঠে
উত্তাল বাতাসে
আকাশের পানে তাকিয়ে
নরম ঘাসে শুয়ে থাকা
এইতো জীবনের চাওয়া ছিল।
রাতটাও আজ ভীষন বড়।
জীবনের মত,
ইলাস্টিকের মত জোর করে
টেনে টেনে চিৎকার
ছিড়বেনা তবু ছিড়বেনা
থামবেনা কভু থামবেনা
থেমে যাবে শুধু নিঃশ্্বাস
ক্রোধভরা লাল চোখে
লুটাবে সকল বিস্বাস।

আবার কখনো কোন খোলা মাঠে
নরম ঘাসে শুয়ে
উত্তাল বাতাসে
চাদের আলোয়
ভুলে যাব সব কস্টের ইতিহাস।

Leave a Reply