গুরুজির বাণী(জ্য)

  • Post author:

যে কাজ তুমি করতে পারোনা,
তার জন্য অন্য কাউকে দোষ দিয়ে দায়িত্ব এড়িয়ো না।
হাজারোটা অজুহাতকে দাড় করাবে না।
অন্য কাউকে খেদ বা জিদ দেখিয়ে লাভ নেই।
তোমার কাজ তোমাকেই করতে হবে।
সফলতা হয় আসবে, নইলে তুমি সফলতার কাছে ছুটে যাবে।
তুমি সেই পর্যন্ত পরাজিত নও, যতখন নিজেকে তুমি পরাজিত ভাবো।
জেনে রাখবো, যে হাল ছেড়ে দেয়, সে ডুবে যায়। আর যে বুক চিতিয়ে দাঁড়ায়, তাকে আমরা ইতিহাসের বীর বলি।

Leave a Reply