খারাপ সময়ের টিপস

  • Post author:

যখন আপনি প্রচন্ড পরিশ্রম করছেন, কিন্তু কিছুই আপনার পক্ষে যাচ্ছে না, তখন কি করবেন?

১. কোথায় কোথায় ভুল হচ্ছে পয়েন্ট আউট করবেন।
২. প্রতিটি কাজ আবার শুরু থেকে করবেন ও আরো নির্ভুল করার চেষ্টা করবেন।
৩. যে প্রক্রিয়াতে কাজটি করেছেন, তার ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করবেন।

আমি এই ৩টির কোনোটাই ফলো করিনা।
চুপ মেরে বসে থাকি।
সময় পক্ষে না থাকলে, যা করবেন, তা ই পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে।

আসলে সকল সময়, আপনার সকল কাজ সঠিক হলেও প্রশংসার দাবিদার নাও হতে পারে। তাছাড়া 80:20 Rules অনুসারে আপনি সবকিছু ঠিকঠাক করলেও ২০% মানুষ আপনার ভুল ধরবে। তাদের জন্য আপনি ব্যর্থ প্রমাণিত হলেও আপনি ৮০% সফল।

তাই চুপ থাকুন,
নিজের পরিশ্রম সঠিক ভাবে করুন,
নিজের কাজ যথাযথ দায়বদ্ধতা নিয়ে করুন।
কাজের জন্য জবাবদিহি করতে প্রস্তুতি নিন।।
জেনে রাখুন পৃথিবীর মাত্র ২০ ভাগ মানুষ ৮০% সফল ভাবে কাজ করে, বাকী ৮০ ভাগ মানুষ সফলদের নিয়ে গবেষণা করে ও জীবনী পাঠ করে।

Leave a Reply