এই ভোর

  • Post author:

জীবনটা প্রতিদিন এমনই…
রঙ বদলায়…
পথে নেমে, পথ ভুলে যায়…
কখনো চুপ করে,
একরাশ কষ্ট এসে ঝাপটি মেরে,
বসত করে এই মাথার ভেতর।
যন্ত্রণা দেয়।
যন্ত্রণার ওষুদের নামে,
কেউ ধোয়া কেনে,
কেউ জল কেনে।
জলে টলমল হবার পরে,
কেউ যায় শূন্যে।

তারপর একটা সকাল আসে,
ফিরিয়ে দেয় প্রশান্তি,
খোলা মাঠের নরম ঘাসে,
উত্তাল বাতাসে,
এই ভোর,
ভুলিয়ে দেয়….
রাতটা বেশ দীর্ঘ ছিলো।

Leave a Reply