আহা! থেমে থাকা

  • Post author:

খুব ইচ্ছে হয় আয়োজন করে ফিরে আসি এই শহরে।
পা মেলে এগিয়ে যাই নিজের আয়নাতে।
হেসে উঠি প্রাণ খুলে।
শব্দের সাথে শব্দের গাথুনী সাজাই।
কাধে হাত রেখে কোনো স্কুলের বা বিদ্যাপীঠের বন্ধুর সাথে দুষ্ট ছল করি।
এক নিমিষেই পাড় হয়ে যাই ফাক পুল।
খেলার মাঠে হঠাৎ খেলোয়ার হবার চেষ্টা করি।
গলা ছেড়ে গান গাই।
লিখে ফেলি কবিতা, আলাপন।

ফেসবুকের দেয়াল জুড়ে জানান দেই, আমি একজন কবি, লেখক বা পাঠক।
দম বন্ধ করে পড়ে ফেলি তিন গোয়েন্দা, চোখ ঝাপসা করা হুমায়ুন স্যারের বই।
পেপার কেটে খেলার পাতা, রঙিন ছবি, ২ টাকার চা, মসজিদের নামাযের শেষে মিলাদ জিলাপী।

পায়ে গেড়ো বাধে।
মুখ থুবড়ে পড়ে যাই।
সামনে বিভ্রম কামনা।
সাথে একগাদা দায়।
সংসারের দায়।
ব্যবসায়ের দায়।
নিজের সাথে নিজের দায়িত্বের দায়।

আয়োজন করে ফিরি,
শুধু এই চিরায়ত জীবনে।
আহা! থেমে থাকা।

Leave a Reply