অ প্রত্যয়

  • Post author:

একই সাথে অশান্তি ও অসুখ নিয়ে বসবাস করা সম্ভব নয়। এতে বেচে থাকার স্পৃহা ক্রমে নিমজ্জিত হতে থাকে।

সুখ ও শান্তি এর আগে অ প্রত্যয় যুক্ত হয়ে, শুধু শব্দের মাধুর্যের পরিসমাপ্তি করে নাই, এনেছে অশনি অবসাদ। সুখের অভাবকে আমরা অসুখ বলি আর শান্তির অভাবকে বলি অশান্তি।

যখন কেউ সুখের বিসর্জন দিয়ে শান্তিতে থাকে, তাকে আমরা বলি স্থীর ও সাবলীল।

যখন কেউ শান্তির বিসর্জন দিয়ে সুখে থাকে,
তাকে আমরা বলি সাহসী ও প্রাজ্ঞী।

তাই ভেবে দেখা উচিৎ,
সুখে থাকবেন নাকি শান্তিতে?

আশাবাদী

Leave a Reply