অস্থীরতা কোনো কাজেই সাফল্য আনতে পারে না। আপনাকে লেগে থাকতে হবে অবিরত। যেকোনো কাজ শুরুর আগে পাঁচবার ভাবুন, শুরুর পরে নয়। স্টার্টআপ শব্দকে আভিধানিক রাখলে সফলতা সম্ভব নয়। সেটাকে উপলব্ধি করে, শুরুর আগে যাবতীয় প্রতিবন্ধকতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও বিকল্প পন্থা স্থীর করুন। তাহলে শুরুর পরে হোচট খেলে সামলাতে পারবেন। নইলে আজ সম্মুখে মুনাফা দেখে যে গতিতে ঝাঁপিয়ে পড়বেন, আগামীদিন তার চেয়ে অধিক গতিতে সটকে যাবেন, সমস্যায় পড়লে। যৌথ কাজে সাথের মানুষকে সমর্থন দিন। ভুল হলে শুধু সমালোচনা নয়, সমর্থন করুন। কাদা মাটিতে ঠেলা গাড়ি আটকে গেলে যেভাবে কাধে কাধ মিলিয়ে টেনে তুলতে হয়, সেভাবে জোর লাগান। আজ এখানে, কাল ওখানে নীতিতে চলা উদ্যোক্তা বা কর্মী, উভয়ই প্রতিষ্ঠানের জন্য অভিশাপ। স্থীর হোন। ভাসমান পদ্ম পাতা জলে ভালো লাগে, জীবনে নয়।
Steady
- Post author:Sajeeb
- Post published:July 19, 2020
Tags: motivations