Shafkat

  • Post author:

আমাদের পরের জেনারেশনের সবচে প্রথম যে বাচ্চাকে আমরা কোলে পাই, সে হচ্ছে প্রমি। তাই আদর, সোহাগ, ভালোবাসা, সময় সবকিছু লুটেপুটে নিয়েছে আমার এই ভাগ্নী।
তার অনেক পরে শাফকাতের জন্ম ২০১১ সালে জানুয়ারী মাসে। একই সালের মার্চে জেরিণের জন্ম। ততদিনে আমরা জীবনের জীবিকায় ব্যস্ত। খুব কম সময় আর আদর দিতে পেরেছি শাফকাত ও জেরিনকে। যদিও জেরিনের জন্মের পরের প্রায় ১বছর পাশাপাশি বসবাসের কল্যানে ও ব্যবসায় কিছুটা অবসরে, জেরিনের আদর আমার কাছে কিছুটা বেশিই ছিলো।
২০১৪তে মে মাসে আমাদের মাঝে আসে লিনাত।
সবচে কম আদরের ভাগ পেয়েছে আমার এই ছোট মেয়ে।(যদিও মাহনাজের কল্যানে, লিনাত এখন মেঝো, কিন্তু সে নিজেকে ছোট মেয়ে হিসেবে আখ্যায়িত করে এখনো)
বাসায় বেড়ে উঠছিলো আমাদের এই ৩ সন্তান। আর প্রমি তো এখন বড় মেয়ে।
কলেজে পড়ে। তবু সবগুলারে এখনো ছোটই লাগে।
২০১৯ এর এপ্রিলে আমাদের মাঝে আসে মাহনাজ। এখন আমাদের তিন ভাইয়ের ৪মেয়ে ১ছেলে।

শাফকাত আমার মায়ের বন্ধু,
তার সোনিয়া মা ও মিন্টু আংকেলের এর ছেলে,
সোহানা আম্মুর ও ফরিদ বাবার প্রত্যয়।
সুমন ভাই তার বড় মামা, যাকে সে একমাত্র ভয় পায়।
বৌমার একমাত্র ভাগ্নে।
বউমণীর শ্বশুর।
আর আমার জান।

প্রিয় শাফকাত, আজ তোমার জন্মদিনে সুস্থ আয়ু ও সমৃদ্ধ জীবন কামনা করছি।
সফল হও।
প্রাজ্ঞ হও।
সুস্থীর হও।

Leave a Reply