Corona Death Cross 100k In America

  • Post author:

লেখক: আরিফুর রহমান

আমেরিকার করোনা মৃত্যু আজকে সত্যি সত্যি এক লাখ ছাড়ালো, ১০০,২৭১।

“গড সেভ আমেরিকা” বলতে শুনলামনা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, কোন সাংবাদিক বা কোন টুইটারে, যদিও ডলারের মাঝখানে লেখা আছে- ইন গড উই ট্রাস্ট, আমরা গডকে বিশ্বাস করি।

ডলারের আরেক পাশে পিরামিডের মতো দেখতে ১৩টি স্টেপের চূড়ায় একটি চোখকে ঘিরে আলোর বিচ্ছুরণ গডের চোখকে বুঝিয়েছে।

এই চোখকে তারা বলে, “আই অব প্রভিডেন্স”। তাঁরা ব্যাখ্যা দেন, এটি হচ্ছে সৃষ্টিকর্তার চোখ যা তাদের দেশ আমেরিকাকে নিরাপত্তা দিচ্ছে।

ত্রিভুজাকৃতির বা পিরামিডের মতো নকশাটিতে ১৩টি স্টেপ আছে যা হচ্ছে আমেরিকা দেশ শুরু হবার প্রথম দিককার ১৩টি স্টেটের সিম্বল।

এই ত্রিভুজ আর চোখকে সৃষ্টিকর্তা বিষয়ক ব্যাখ্যার কথা বলে তারা এটিকে জাতীয় থিম হিসাবে নিয়েছিলো ১৭৮২ সনে।

কিন্তু আমেরিকার সারা পৃথিবীতে যুদ্ধ ও রক্তপাত চালানোর কারণে অনেক মুসলিম পন্ডিত মনে করেন, এটি আসলে কানা দাজ্জালের ভালো চোখটি।

গড বা আল্লাহর কথা বললে আমেরিকার উচিত ছিলো যুদ্ধের নামে, ওয়ার ক্যাজুয়ালিটির নামে, কোল্যাটারাল ড্যামেজের নামে বিভিন্ন দেশে নিরীহ মানুষ হত্যা করানো বন্ধ করা।

বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মীর সহ মধ্যপ্রাচ্যের মুসলমানদের উপর অন্যায় জুলুম বন্ধ করা।

যাইহোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি, এনাফ ইজ এনাফ। আল্লাহ খারাপ ভালো সবাইকে করোনার গজব থেকে মুক্তি দিন।