তুই কি দেখিস, দেয়ালের আস্তরন ভেংগে রঙের নোনতা ফাটল?
ক্ষয়ে ক্ষয়ে গাঁথুনিতে সময়ের ধকল।
কেউ ফিরে আসেনি, জীবনের এই সময় বাকে, শার্টের ভাজ গুঁজে মোটা ফ্রেমে।
তবু বার বার ফিরে এসেছে, এই শকুনেরা।
আস্তিনের কাপড়ে আচড় কেটে,
জননীর মাটিতে আর সোনা ফলেনা।
আরেকটু সময় অপেক্ষার অনুরোধ রাখেনি, ক্ষমতার শিংগায় মুখ রেখে,
শিক্ষা, স্বাস্থ্য, সেবা, সব বিক্রি করেছে।
নোংরা করেছে বিদ্যার ঠিকানা, স্বাস্থ্য সেবা এখন ব্যবসায়ীক শিল্প কারখানা।
রক্তাক্ত ভেজা জামার সাথে, কালচে পিচে তাজা রক্ত কালচে হয়ে গেছে।
চুপ হয়ে থাকা এই মনের দেয়ালে, আজ বার বার ঘুনে পোকারা দাবিয়ে বেড়ায়।
ভালো লাগে না, জানিস?
এসব আমার ভালো লাগে না।
হারকে হারাতে গিয়ে,
অনেক আগেই নিখোঁজ আমি,
তুই কেনো দেখিস না?
জানি বোবা হয়ে থাকবি,
সব শেষ হয়ে গেলে, এই শহর, এই অক্টোপাসের মরণ ফাস থেকে বেড়ুলে, দেখিস বড্ড দেরি হয়ে যাবে,
আবার কি করে এই দেশের মানুষকে বাঁচাবি? হাসাবি?



Hello, Jack speaking. I’ve bookmarked your site and make it a habit to check in daily. The information is top-notch, and I appreciate your efforts.