FB Business Page, Domain, Hosting

  • Post author:

Chapter 2

আমরা যারাই বিজনেস পেইজ চালাচ্ছি, তারা সময় নষ্ট না করে, ব্যবসায়ের নামে ওয়েব সাইট এর ডোমেইন ও হোষ্টিং নেয়া দরকার। ৩/৪ হাজারের মাঝেই আপনার ওয়েবসাইট সেট আপ হয়ে যাবে।

আজকে আমরা আলোচনা করবো ফেইসবুকে ব্যবসায়ীক পেইজ খোলা নিয়ে।

ফেইসবুক আইডি খুলেই যারা পেইজ করবেন ভাবছেন, তারা ভুল ভাবছেন। আগে সময় দিন, শিখুন, বুঝুন, ভাবুন, তারপরে পেইজের ব্যাপারে পদক্ষেপ নিন।
যাদের সময়ে দেয়া ও শেখা হয়ে গেছে, তাদের জন্য পেইজ খুলার প্রাইমারী দিক গুলো আজ আলোকপাত করবো।

০১. নাম
প্রথমের নামের ব্যাপারে, টিপসটি স্মরণ করুন। পেইজের নামের আগে ডোমেইনের নাম ঠিক করুন। সেই নামে পেইজের নামকরণ করুন।
নাম নির্ধারণ করতে নিম্নোক্ত বিষয় বিবেচনা করুন।

◼ নাম ছোট ও অর্থবহ হতে হবে
◼ আপনার ব্যবসায়কে উপস্থাপনা করবে এমন নাম নির্বাচন করুন
◼ নামটি শ্রুতিমধুর ও সহজ উচ্চারণ যোগ্য হতে হবে
◼ আপনার প্রোফাইলের নামটি কপি পেষ্ট যেন না হয়
◼ নামটি ইংরেজীতে হতে হবে

২. লোগো:
লোগো আপনার ব্যবসায়ের পরিচায়ক। লোগো আপনার ব্যবসায়ের প্রতিকী উপস্থাপন।
লোগো একটি ব্যবসায়ের ব্রান্ড আইডেন্টিটি। খুব ছোট সাইজের একটি লোগোর মধ্যে বিশাল সাইজের ব্যবসায়ের সম্মান নির্ভর করে। সুন্দর ডিজাইনের একটি লোগো আপনার ব্যবসায়ের বিক্রি এবং সুনাম দুটোই বৃদ্ধি করতে সক্ষম। তাই কোম্পানি, সংস্থা কিংবা ব্যবসায়কে শক্তিশালী এবং ব্রান্ড আইডেন্টিটি দিতে হলে অবশ্যই একটি লোগো থাকা বাধ্যতামূলক।

লোগো কত প্রকার ও কি কি ??

সাধারণত ৭ প্রকারের লোগো রয়েছে। প্রত্যেক প্রকার লোগোরই ভিন্ন ভিন্ন মাত্রা ও সুবিধা রয়েছে।

১. ওয়ার্ড মার্ক
২. লেটার মার্ক
৩. এমব্লেম
৪. মাস্ককোটস
৫. অ্যাবস্ট্রাক্ট
৬. লোগো সিম্বল
৭. কম্বিনেশন মার্ক

এখন লোগো করা খুবই সহজ। অনেক ব্যবসায়ী পেইজ আছে, যারা ৫০০-১০০০ টাকায় লোগোর কাজ করে দেয়।

০৩. প্রোফাইল ফটো:
সাধারণত প্রোফাইল ফটো এর রেঞ্জ পিসি বা ডেস্কটপের ক্ষেত্রে ১৮০১৮০ পিক্সেল আর মোবাইল থেকে হলে ১৪০১৪০ পিক্সেল। অর্থাৎ চৌকনা ছবি হলে, ফেইসবুক পেইজের গোল আকারে ভালো দেখাবে।

০৪. কাভার ফটো:
যো দিখতা, ভো বিকতা।
অনেক প্রচলিত একটা প্রবাদ।
দেখবেন মুদি দোকানে, গ্রাহকের গড় উচ্চতার চোখের লেভেলে লোভনীয় ও নিত্য ব্যবহার্য সামগ্রী রাখা হয়। চেইন শপে এই হাইটে ছাড়, ৯৯৯ টাকার অফার, কম্বো আইটেম রাখা হয়। শোরুমে ডিসপ্লেতে আই-ক্যাচি ও মূল্যবান পণ্য সেই লেভেল রাখা হয়। আপনার ব্যবসায়ীক পেইজে আই লেভেল হলো কাভার। যেখানে এসে, এক ঝলকে গ্রাহক স্ক্রলিং এর সিদ্ধান্ত নেবে।
তাই কাভার ফটোতে ছবি ব্যবহারে নীচের রুলস অনুসরণ করুন।
◼ আপনার ব্যবসায়ের সেরা পণ্য
◼ আপনার সেবার ধরণ
◼ চলমান অফার
◼ পণ্য তালিকার চুম্বক অংশের ছবি বা নাম
◼ পণ্য, নাম, রিভিউ স্লাইড

আজ এই পর্যন্ত শেষ করলাম। আগামী লিখায় পেইজের অবশিষ্ট আলোচনা করবো ইনশাআল্লাহ।


ফেইস বুক পেইজ সেট আপ, লোগো,
ডোমেইন, হোষ্টিং ও ওয়েব সাইট সেটাপ নিয়ে যে কোনো জিজ্ঞাসা বা পরামর্শ প্রয়োজন হলে কমেন্টসে বা ম্যাসেজে দিলে, সর্বাত্মক সহযোগীতায় পাশে থাকবো।

This Post Has One Comment

  1. Gladis Gamboa

    I need to to thank you for this fantastic read!!
    I absolutely loved every little bit of it. I have you saved as a favorite to look at new
    things you post…

Leave a Reply