কে তুই?
কেনো এখানে তুই?
কি চুরি করতে এসেছিস এখানে, দামী বা সস্তা?
এখানে নেই কোনো গুপ্ত মন্ত্র, জহরত বা স্রস্টা।
ভয় পাস?
নিজের গল্প আমার কাছে শুনতে চাস!
কাকে ভয় পাস? আর কে আছে এখানে?
তুই বল কি হবে? কি তোর গল্প, তোরই মনে?
কি আছে তোর মনের ভেতর?
কি চাস তুই সদা অকাতর?
মনের ভেতর জহরত নিয়ে, খুজে বেড়াস বিরানে।
প্রতারক। ধোকাবাজ। ভীতু। সবখানে।
তুই অন্য কেউ, এটা শুধু তুই জানিস।
তোর প্রশ্ন, তুই নিজের কাছেই বল।
তোর গল্প, তুই নিজেই সাজিয়ে চল।