বর্তমান পরিস্থিতিতে অনেক কিছুই বদলে গিয়েছে, বদলে যাচ্ছে এবং বদলে যাবে। এখন বিষয়টা হচ্ছে,
আপনি, আমি ও আমাদের জীবন যাপন, এই বদলের সাথে কতটুকু খাপ খাওয়াচ্ছে, কতটুকু মানানসই হচ্ছে,
অথবা কতটুকু বদলে যাচ্ছে।
আপাতত এই প্রেক্ষাপট বুঝা যাচ্ছে যে, করোনা হঠাৎ করেই উধাও হবে না। আমাদের সামনে আগামীতে দুটো পথ খোলা আছে।
প্রথমত আমাদেরকে এই করোনার সাথে সমন্বয় করে, জীবনযাপনের প্রক্রিয়াতে সামনের দিকে এগুতে হবে।
অথবা অপেক্ষা করতে হবে কোন ভ্যাকসিন, ওষুধ যা প্রতিরোধক বা প্রতিষেধক হিসাবে সফলকাম হবার কিংবা নিজে নিজেই এই ভাইরাসের ধ্বংস হয়ে যাওয়ার।
যেহেতু অঘোষিত লকডাউন চলছে। সুতরাং সকলের ব্যবসায় একটা বড় ধরনের পরিবর্তন এসেছে।
খালি চোখে দেখা যাচ্ছে, মুদী দোকান, ফার্মেসি ব্যবসা, মোবাইল সেবা কোম্পানীর ব্যবসা, ইন্টারনেট সেবা দাতাদের ব্যবসা স্যাটেলাইট ডিশের ব্যবসা, ডেলিভারি সার্ভিসের ব্যবসা মোটামুটি স্বাভাবিক গতিতে চলছে। আর চাকুরীজীবী যারা আছেন, তাদের আয়-উপার্জন একটা নিশ্চিত প্রক্রিয়াতে চলছে। যদিও এটা বলা নিশ্চিত নয়, এভাবে বন্ধ চলতে থাকলে তাদের কতজনের চাকরি টিকে থাকবে।
এর মাঝেই অনেকেই মৌসুমী ব্যবসায় নেমেছেন কিংবা নতুন নতুন ব্যবসা করার জন্য চেষ্টা করছেন। অনেকেই তাদের ব্যবসায় ট্রান্সফরমেশন এনেছেন। কেউ কেউ অনলাইন মার্কেটিং এর দিকে ঝুঁকেছেন। কেউ কেউ লাইভ ক্লাস নিচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন।
কেউ শুধু গেমস খেলে, টিভি দেখে কিংবা টিভি সিরিজ দেখে এই মূল্যবান দুই মাস পার করে দিয়েছে।
এখনই সময় ঘুরে দাঁড়াবার।
নতুন করে ভাবুন, আপনি কি করতে চাচ্ছেন। আপনার আগামী দিনগুলোতে, করোনার এই পরিস্থিতি পরিবর্তন না আসলে, আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন বা কি পরিবর্তন করতে পারবেন। সেটা আপনার ব্যবসায় হোক কিংবা জীবনযাপনই হোক।