যে নির্দিষ্ট লক্ষ্যবেধ করার জন্য পরিকল্পনা করেছেন, তাতে পোছাবার জন্য প্রাণান্ত চেষ্টা করুন। এক্ষেত্রে নানা প্রতিকূলতা আসবে, বিকল্প ভাবুন, বিকল্প পথে এগুবার প্রচেষ্টা নিন। মনে রাখবেন। লক্ষ্য নির্ধারণ করার আগে শতবার ভাবনা পালটানো যায় কিন্তু লক্ষ্য নির্ধারিত হলে সেটা পাল্টানো ছাড়া বোকামি ছাড়া কিছু নয়। এতে হিতে বিপরীত হয়। মুনাফার স্থানে লোকসান হয়।
আমি এটা বলছিনা, যে কাজে পিছুপা হওয়া যাবে না বা একগুঁয়েমি করতে হবে।
আমি এটা বলছি, পশ্চাদগামী না হয়ে, একাগ্র ভাবে লেগে থাকতে হবে।
একটা উদাহরণ দেই।
প্রতিদিন সকালে আমরা নানা কাজে বাসা থেকে বের হই। কেউ অফিসে যায়, কেউ বাণিজ্যে যায়। ধরে নেই আপনি অফিস যান। সকাল বেলা আপনার লক্ষ্য অফিস যাওয়া। এখন পথে নানা সমস্যা আছে, স্প্রীড ব্রেকার আছে, খানা-খন্দ আছে, যানজট আছে। তাতে কি আপনি থেমে যান? অফিসে যাওয়া বন্ধ করে দেন?
আপনি অপেক্ষা করে, ভিন্ন পথে, গাড়ি বদলে ঠিকই অফিসে যান।
একই ভাবে কাজের লক্ষ্যে ছুটে চুলুন।
মনে রাখবেন, যে গাড়ি বার বার লেন পালটায়, হয় সে নিজে দুর্ঘটনায় পড়ে নতুবা অন্যকে ঝামেলায় ফেলে।