চাইনিজ কোম্পানির সিইও বন্ধুর সাথে দেখা হলে জানতে চাইলাম, করোনা ভাইরাস মহামারীর কথা। তার ধারণা চীনের শত্রুরা এই ভাইরাস তাদের দেশে ছেড়েছে। ইসরাইল নাকি তাদের ল্যাবে এটি বানিয়েছে বলে গুজব আছে চায়নায়।
আমি বললাম, উইঘুর মুসলমানদের উপর অত্যচার বন্ধ করো, আল্লাহ তোমাদের সহায়তা করবেন।
কট্টর নাস্তিক চাইনিজ বন্ধুর জবাব, অস্ট্রেলিয়া আমেরিকাতে উইঘুর নাই, সেখানে করোনা ভাইরাস পৌছালো ক্যামন করে। আমি তাকে নীচের হাদীস শোনালাম।
‘আবদুল্লাহ ইবনু ‘আমির (রহঃ) হতে বর্ণিত আছে যে, ‘উমার (রাঃ) সিরিয়া যাবার জন্য বের হলেন। এরপর তিনি ‘সারগ’ নামক স্থানে পৌঁছলে তাঁর কাছে খবর এল যে সিরিয়া এলাকায় মহামারী দেখা দিয়েছে। তখন ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) তাঁকে জানালেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোন স্থানে মহামারীর বিস্তারের কথা শোন, তখন সে এলাকায় প্রবেশ করো না; আর যখন এর বিস্তার ঘটে, তখন তোমরা সেখানে অবস্থান কর, এবং পালিয়ে যাওয়ার নিয়তে সেখান থেকে বেরিয়ে যেয়ো না।
তোমরা ট্রাভেলিং বন্ধ করোনি তাই এটি ছড়াচ্ছে।
আমার হাদিসের বর্ণনা শুনে সে জানতে চাইলো প্রফেট মোহাম্মদ(স) কোন ভারিসিটিতে ডাক্তারি পড়েছেন?
আমি বললাম আল্লাহর ভার্সিটিতে, আল্লাহ স্বয়ং তাকে পড়িয়েছেন জিব্রাইল (আ) এঞ্জেলের মাধ্যমে।
বন্ধুটি দেখলাম কনফিউজড হয়ে গেলো। আমি আর এই লাইনে কথা না বাড়িয়ে বললাম, সবাই বলে ওউহান পশুর বাজার থেকে এই ভাইরাস মানব শরীরে এসেছে। ওখানে তোমরা কুকুর, বেড়াল, বাদুড়ের স্যুপ, সাপ, খরগোশ সব খাও, তাই মূলতঃ বাদুড় থেকে এটি ছড়িয়েছে। আমাদের দেশে খেজুরের রস যেটি বাদুড় খেয়েছে সেখান থেকে করোনা ভাইরাস আক্রান্ত হবার ইতিহাস আছে।
সে এবার পুরো কম্যুনিস্ট স্টাইলে একটু জোড় দিয়ে বললো, “দিস ইজ এন ইম্পেরিয়ালিস্ট কনসপাইরেসি ইনডিড। আমরা শত শত বছর ধরে এগুলি খাই। সিএনএন আমাদের বিরুদ্ধে এগুলি ছড়াচ্ছে।”
আমি আর ওকে ক্ষেপাতে চাইলাম না। খুশি করার জন্যে বললাম, ইয়েস আই নো, আমেরিকানস, ইটস ট্রাম্প।
সে দেখলাম খুশি হয়ে গেলো। বাণিজ্য যুদ্ধের কারণে আমেরিকানদের উপরে কোন চীনা খুশি নয়।
করোনা ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে নাকঝরা, গলায় ব্যথা, সর্দিজ্বর, তার পর দেখা দেয় শুকনো কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট এবং তখন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়।
এই পোস্ট লেখা পর্যন্ত ১৪১৩ জন আক্রান্ত হয়েছে বিশ্বে, ৪১ জন মারা গেছেন। চিকিৎসা কর্মী আক্রান্ত হয়েছেন ১৪জন। সারা বিশ্ব এখন করোনা করোনা বলে চিৎকার করছে।
বারবার হাত ধোয়া, হাত দিয়ে মুখ স্পর্শ না করা আর জন-সমাগমে মুখোশ পরিধান করা করোনা ভাইরাস ঠেকাতে পারে।
ওউহান শহরে প্রায় ৫০০ বাংলাদেশি আছেন বলে এক সংবাদে জানা গেছে, তারা নাকি বাংলাদেশে ফিরে আসতে চান।
হাদীস সূত্র: ৫৭২৯ আধুনিক প্রকাশনী- ৫৩১০, ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৬)
লেখক: আরিফুর রহমান
I really like it whenever people come together and share thoughts.
Great blog, keep it up!
Hello all, here every one is sharing these familiarity, therefore it’s pleasant to read this
blog, and I used to go to see this website daily.