Charlie (2015)
IMDb 7.9
Directed by Martin Prakkat
হিমুর সাথে দেখা হলো, অনেকদিন পরে। রূপাকেও পেলাম। শুধু এই হিমু পাঞ্জাবী পড়ে না, খালী পায়ে হাটে না।
নেতিবাচক খবর এড়াতে পত্রিকা পড়া ছেড়েছি বছর দুই হলো।
বিষণ্ণতার বেচা কেনার সময় অভাবে, বইও পড়িনা।
হুমায়ুন স্যার নাই,
আর কখনো নতুন ভাবে হিমুর মুখোমুখি হওয়া হবে না, এটাই জীবন।
কিন্তু চার্লি নামক মালায়াম ছবিতে, হিমু এলো।
রূপার চোখের হিমু।
ছাপার অক্ষরের হিমুর সাথে কতবার কল্পনা করেছি, রূপার সংসার।
হুমায়ুন স্যার, হিমুকে রেখেছেন সংসার মায়ার বাইরে।
সেলুলয়েডের হিমু ঠিকই রূপার সাথে জুড়ি বাধে।
আমাদের অনেক ভালো গল্প আছে, যা আমাদের সিনেমা বা নাটকে স্ক্রিপ্ট হিসেবে জায়গা পায়না। আর এক মালায়াম ইন্ডাস্ট্রি, প্রতি বছরই ভাল ছবি উপহার দিচ্ছে।
তেমনি এক কাহিনীচিত্র চার্লি।
২০১৫ সালের এই মুভিতে, তেসা নামের এক পাগলাটে মেয়ের চোখে বাউন্ডলে চার্লির নানা রকম টুকরো ঘটনার অনবদ্য উপস্থাপন চার্লি মুভি। স্পয়লার দিলাম না। ১৩০মিনিট সময়, পপকর্ণ আর গরম কফিতে চুমুক দিয়ে, এক অবসরে দেখে ফেলুন চার্লি।