সবকিছুর একটা সঠিক মাত্রা রয়েছে। মাত্রার বাইরে কিছু হয়ে গেলে আমরা তাকে অতিরিক্ত বলে থাকি। প্রতিটি মানুষের নিজের অবস্থান থেকে বোঝা উচিত তার কোন কাজে সে মাত্রা ছাড়িয়ে গেছে, নইলে তার আশেপাশের ঘণিষ্ট জনেরা তাকে সাবধান করা দরকার। অতিরিক্ত কিছুর প্রতিক্রিয়া, সর্বদা প্রতিকূলে যাবেই, সেটা কথায় হোক বা কাজে।
পেশাদারি মনোভাব একটা কাজের সফলতার মূল চাবী। মানুষ তার পরিবারে পেশাদারিত্ব শেখে না, শেখে তার পেশার গন্ডিতে। এক্ষেত্রে অগ্রজদের ভূমিকা মূখ্য ও অনুজদের আনুগত্য বিবেচ্য। দুই হাত দিয়ে কাজের আগে মাথা দিয়ে ভাবুন, চোখ দিয়ে পর্যবেক্ষণ করুন, মুখ দিয়ে সুশীল কথা বলুন ও সঠিক পথে হাটুন।
আমি জানি আমি কি বলছি,
আপনি কি বলছেন, তা কি আপনি জানেন!!!