যার অপরাধ বোধ নাই, তাকে তার কৃত ভুল ধরিয়ে দিতে যেতে নেই। এতে নিজে অপমানিত হতে হয়। এরা কথায় কথায় তর্ক করবে, নিজের ভুল এড়িয়ে আপনার ভুল ধরিয়ে কথা কাটাবে, যুক্তি দিয়ে প্রমাণ করবে মূল দোষটা আসলে আপনার।
You will find yourself guilty at the end of this story.
আসলে এদের মানুষিক বিকাশে
আত্ম-সমালোচনা শব্দটি শেখানো হয়নি।
তাই তাদের কাছে ভদ্রমতো বুঝানোর আলোচনা শুরু হলেও এরা তাদের ঝুড়িতে থাকা আপনার ভুলে আলোকপাত করবে।
তাই আসুন, চুপ থাকা শিখি।
এটা বেশ কার্যকর।