ছোট মনের ভাবনা

  • Post author:

বান কি মুন বলেছেন,
রহিংগাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ইহা সত্য। কিন্তু যেদিন এই ১০লাখ আশ্রিত শরণার্থী ও তাদের পূর্বে আগত ৫লাখ, ফুলে ফেপে এই দেশটাকেও গ্রাস করবে তখন বান কি মুন কি বলবেন?

ফিলিস্তিন নিয়ে কি তিনি কিছু বলেছেন? আমার জানা নাই। ইসরাইলি আশ্রিতদের নিয়ে? নাহ! মনে হয়।

আমাদের প্রতিবেশী ভারত আমাদের ৭১ এর ৯ মাসে আশ্রয় ও নানাভাবে সাহায্য করেছে, যা আমাদের ইতিহাসে প্রতিনিয়ত উল্লেখ হয় ও তার জন্য আমরা আমদানী, রপ্তানী, রাজনীতি দিয়ে মুল্য দিচ্ছি। কিন্তু সেই ভারত কি আমাদের অনির্দিষ্টকাল রেখেছিলো?

আমাদের নিজস্ব জনগণের যেখানে হাজারো সমস্যা, সেখানে বনভূমি উজাড় করে এই বিপুল রহিংগাদের থাকা, খাওয়া, প্রজনন এর পরে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে ব্যর্থ আমরা। বছর পেড়িয়ে গেছে। সংখ্যা বেড়েছে।

এভাবেই আমাদের নানা শুভাকাঙ্ক্ষীর নিষেদের পরেও আমরা নানা ক্ষেত্রে বিরূপ অস্তিত্বকে অবস্থান দেই। কচ্ছপের মতো ভাবী, আরে আমায় সাপে খাইলোরে। দিন শেষে যখন সবটাই শেষ, তখন তো এই সতর্ক বাণী শুধু প্রলাপ।

তাহলে আর কি?
ফিলিস্তিন।
ইসরাইল।
বাংলাদেশ……..

আশাবাদী

Leave a Reply