প্রতিটি মানুষের খারাপ সময় তাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তার পাশে দাঁড়ানো বন্ধুকে সে নতুন করে আবিষ্কার করে। তার প্রেয়সীর মায়াময় সান্নিধ্য কতটুকু গভীর, তা বুঝার উপোযোগী সময় তখন। জীবনে যাদের জন্য সে সহযোগীতার হাত বাড়িয়েছে, সেই হাত গুলো আসলেই তার সহযোগীতার কতটুকু প্রাপ্য ছিল তখন বুঝা যায়। আপনি অক্লান্ত পরিশ্রম করলেই যে সফল হবেন, তা সবসময় নিশ্চিত করে বলা যায় না। এজন্যই কখনো কখনো, জীবনে, পরিশ্রমের পাশাপাশি অসফলতা আসে। এই সময়ের ঘুরে দাঁড়ানোটা নির্ভর করে, নিজের মানসিক সামর্থ্যের উপর। পাশাপাশি প্রিয়জনের সান্নিধ্য, পাশে থাকা বন্ধুর বা মানুষের সহযোগিতা দরকার হয়।
কারো খুব সৌভাগ্য হয়, পাশের মানুষের সহযোগীতা, প্রিয়জনের প্রয়োজনীয় মানুষিক সমর্থন নিয়ে তারা এগিয়ে যায়।
আর যাদের কপালে তা জুটে না, তারা পায় জীবনের গভীরতম শিক্ষা। যা তার পরবর্তী পদক্ষেপকে করে সুদৃঢ় এবং ইস্পাতকঠিন মানসিক শক্তির অধিকারী।
আমি আপনার সাথে সম্পুর্ন একমত। আমরা আমাদের প্রায়োরিটি সেট করতে ভুল করি তাই খারাপ সময় না হলে বুঝিনা যে কি ভুল করেছি। আমার মতে আপনার সফলতা অনেকাংশে নির্ভর করে আপনার মানুষ চেনার এবং নির্বাচন করার ক্ষমতা। বিপদে বড় আপদ হয়ে দাড়ায় আশে পাশের মানুষ, দ্রুত চেহারা বদলিয়ে ফেলা মানুষগুলোকে দ্রুত ভুলে যেতে পারলেই আপনি এক ধাপ এগিয়ে যাবেন। কিন্তু আমরা তা পারিনা।
ধন্যবাদ।