চারদিকে টাকার ছড়াছড়ি,
খরকুটো ধরে বেচে আছি
সাদা মনের মানুষ গুলি।
আর হাত পেতে নিয়েছে হায়েনা,
কুকুর আর শকুনেরা।
মানচিত্রে এখন ক্যাসিনো রিয়েল,
কোটি টাকা পকেটে পুরে
হেটে বেড়ায় ফকুন্নির পুতে।
মাথা খুটে মরে ভ্যাট ট্যাক্স দেয়া ব্যবসায়ী।
রাস্তার পাশে থমকে থাকে
ব্যবসায়ের পসরা,
আর রাতে সেখানেই প্রশাসক রূপে বেচাকেনা চলে এলকোহল
বা মেকাপিয় নারী।
চুরি করতে যে শেখেনি,
চামচামি করতে যারা পারেনি,
জী হুজুরের এই যুগে
বাচবো কিভাবে বলো।