কথা বলার জন্য সময় জ্ঞান বেশ জরুরী।
সময় বুঝে কথা বলতে না পারলে,
ভালো কথাও মূল্যহীন হয়ে যায়,
আর মন্দ কথা তো বিষকাটার মতো লাগে।
অনেক আগে গুরুজী বলেছেন,
খানা পাতে মন্দ বাক্য, কড়া কথা, ফরমায়েশ দিতে নাই, এতে খাদ্যের রুচি নাশ করে বা বদ হজম ঘটায়।
শয়নে কুবাক্য, বচসা, অশ্লীল কথা, নালিশ দিতে নাই, এতে নিদ্রাহীনতা সৃষ্টি হয়।
জীবনে শুধু আপনি সমস্যায় আছেন, তা নয়।
চারপাশে তাকালে দেখবেন, অনেকেই রকমারী সমস্যায় আছে। চিকিৎসালয় গেলে দেখা যায়, কত মানুষ অসুস্থ অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, স্রষ্টার শুকরিয়া করুন।
আল্লাহ আপনাকে যেভাবে রেখেছে, এভাবে থাকার সৌভাগ্য অনেকেরই হয়নি।
সুখের অসুখ বাধালে টের পাবেন, আগে কত ভালো ছিলেন।
নোংরা ঘাটালে তার কিছু আপনাকেও অপবিত্র করবে। অতি জ্ঞান মানুষকে পথভ্রষ্ট করে। কানকথা মানুষকে ভুল পথে নিয়ে যায়।
তাই চোখ বন্ধ করুন,
বুক ভরে শ্বাস নিন,
এর এই জীবনের জন্য স্রষ্টাকে ধন্যবাদ জানান।