এক ধোয়া তোলা কাপ

  • Post author:

টেবিলে এক সফেদ কাপ,
চলমান সময়,
ঘড়ি ধরে রুটিন জীবন,
এক নিমিষেই সেখানে বিষের নীলচে ঝাপ।
সাথে এক চিমটি হুংকার,
পথ্য নেই তার,
এক চামচ ছোঁয়াছুঁয়ি,
আর এক প্যাকেট স্পর্ষকাতরতা,
ফেরিওয়ালার মতো এই হাত ওই হাত ঘুরে,
বাড়ছে তার ঘ্রাণ।

নিভে গেছে একে একে সহস্র প্রাণ,
এর চেয়ে ঢের প্রাণ যায় জানি রোজ,
কিন্তু ছুটির ঘন্টা বাজেনি শহরে।
বাণিজ্যিক পতিতারা সুদে আসলে মুনাফা নিয়ে যায়,
আর বণিকের মাথায় বাজ,
বিনিয়োগের কর্জের জোড়,
আর খরচের বেসুমার হিসাব, হায়! হায়!

জানিনা থামবে কোথায়,
কোথায় এর পরিত্রান,
মরণ আতংকে এখন ঘোর অমানিষা,
মোড়ে মোড়ে এ ভয়াল সাপ।
দেশ-বিদেশ, ধর্ম-বর্ণ পেড়িয়ে,
সবার সামনের টেবিলে,
এখন ধোয়া উঠা এক কাপ।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments