কেউ ভাবেনি তুমি এভাবে আসবে
তোমার দ্রোহের আগুনে পুড়বে সব
সুরম্য অট্টালিকায় জমবে শ্যাওলা
ঝকঝকে কাচ হবে ঘোলাটে
কেউ ভাবেনি তুমি এভাবে আসবে
বাতাসের মত হাল্কা তোমার ওজন
ভীড় ঠেলা বৃদ্ধের মতন
তোমার গতি অত্যন্ত ধীর
কেউ ভাবেনি তুমি এভাবে আসবে
ইতিহাস তোমায় হাড়ে হাড়ে চেনে
বিভেদের অনল ছড়াবে সবখানে
শিশু কিংবা তরুনির ধবল ললাটে
তুমিতো ছিলে আমাদের মাঝেই
পাপে আর ত্যাগের অভিনয়ে
দখল আর সম্ভ্রম লুটের গল্পে
ঝিমিয়ে পড়া যুবকের আত্নহননে
তুমি থাকবে চিরকাল
ভীত অথবা মৃত ঐতিহাসিকের বইয়ের ভাজে….
লেখক: শওকত হাসান হীরন