Problem & Solution

  • Post author:

যদি আপনার জীবনে সমস্যা না থাকে,
তার মানে আপনি ভালো আছেন, তা নয়।
মানুষ সমস্যা ছাড়া বসবাস করলে সেটা বেচে থাকা নয়, বরং মৃত্যু হচ্ছে সমস্যা থেকে মুক্ত থাকার প্রকৃত অবস্থান। সমস্যা আছে মানে আপনি বেচে আছেন। সমস্যাকে মোকাবেলা করতে হয়। চ্যালেঞ্জ নিতে হয়। বিভিন্ন পলিসি দিয়ে সমস্যা সমাধানের উপায় খুজতে হয়।
এটাই জীবন। তাই সমস্যা হচ্ছে একেকটা সুযোগ। সমস্যাকে বুক চিতিয়ে আগলে দাড়ান। ঝাঁপিয়ে পড়ুন। সমাধান আসবেই। আর যদি সমাধান না হয়, ঘাবড়ে যাবেন না। নতুন করে আবার শুরু করুন। এই যে পুনুরায় ঘুড়ে দাড়ানোর স্পৃহা, এটা আপনাকে বেচে থাকার সুতীব্র স্বাদ এনে দেবে।

Leave a Reply