অন্ধের শহরে আয়না বেচা আর টাক মাথার মানুষের কাছে চিরুনি বেচা, উভয়ই অদ্ভুদ কাজ। মানুষ হয়ে নিয়মিত এমন অদ্ভুদ কাজ করতে আমরা অভ্যস্ত। তাই দিন শেষে ফলাফল শূন্য হলেও আগামী দিনের জন্য আশা বাধতে হয়। Every man is a salesman. জ্ঞান বা শ্রম বিক্রি করেই তাকে চলতে হয়। আজ বিক্রয় হয়নি বলে থমকে গেলে হবে না। ভিন্ন আইডিয়া আর চেষ্টা, অন্ধের জন্য উত্তাপের আয়না আর টাকের জন্য চুলকানীর চিরুনির উপযোগীতা তৈরী করতে বাধ্য।
ভালো থাকুন, তর্ক না করে চেষ্টা করুন।
আপনার সফলতা আপনার চেষ্টাকে স্বীকৃতি দেবে।
নিজে থেকে ঢোল পেটানোর দরকার নাই। এটা করেছি, ওটা করেছি।
শুধু নিজেকে বলুন
* আজ সফল হইনি তাই কাল সফল হতেই হবে। *
I am really glad to read this weblog posts which contains lots of helpful information, thanks for providing
these statistics.