বিয়ে কি?
– বিয়ে হলো সেই জঙ্গল যেখানে হরিণ বাঘ শিকার করে!!!
এমন অনেক পুরুষ আছেন, যারা সামাজিক দীর্ঘ জীবনে একটা বাঘের মতো জীবন যাপন করেন, আর বেলা শেষে বিয়ে নামক জংগলে হরিণ কতৃক বধ হোন।
অবশ্য আজকের গল্পটা ভিন্ন।
এক দেশে এক ব্যাঙ রাজকুমার ছিলেন।
সাপ ব্যাঙকে সমস্ত রাজ্যের শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো। যদিও সম্মুখ যুদ্ধে একাধিক বার পলায়ন, সমরাস্ত্রে অদক্ষতা, মল্লযুদ্ধে কনিষ্ঠ রাজপুত্রের কাছে প্রতিবার পরাজয় বরণ করেছে। তবু নাগিনী সাপ ব্যাঙকে শ্রেষ্ঠ বলে রাজ্যে প্রচারের অপচেষ্টা করে আসছে। নতুন করে তার সাথে যুক্ত হয়েছে কুট বুদ্ধির কাক। এরই মাঝে নীরবে ছোট রাজপুত্র বিবাহ করে ও দেশ বিদেশ বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের বিশাল রাজ্য নাই। কিন্তু রাজপুত্র তার তিন ভাই নিয়ে সাধারণের সাথে মিলে দিন কাটায়। প্রজারা তাদের সম্মান করে। চিরকালীন রূপকথার মতোই এই সুখ দুয়ো রাণী সাপ ও কাকের সহ্য হয় না। কাক কারণে অকারণে ঝগড়া করে, পথে কাটা বিছায়। আর সাপ ব্যাঙ কে শালিকের সাথে বিয়ে করিয়ে কোকিলের ভাব নেয়। এবার তার প্রমাণের চেষ্টা শালিকই রাজ্যের শ্রেষ্ঠ বউ। আসলে সাপ কাক কেমন থাকে তাতে সমাজের কিছু যায় আসে না। পুচ্ছ লাগিয়ে কাক যেমন ময়ূর হয় না, মধু মেখেও সাপ কখনো বন্ধু হয় না। লোকে যারে বড় বলে, বড় সেই হয়।